ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০১৭ সালের পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া
Published : Wednesday, 10 February, 2021 at 1:22 PM
২০১৭ সালের পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়াঅবশেষে ২০১৭ সালের পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাও শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। সফরটিতে কোনও টেস্ট থাকছে না। বুধবার এমন খবর জানিয়েছে ক্রিকইনফো। যদিও এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

মূলত ভারতে এই বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটি খেলতে আসছে অজিরা। শুরুতে অবশ্য বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া টেস্ট খেলার জন্য সেখানে সফর করতে যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা এখন বাতিল।

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী বাংলাদেশের আবার ইংল্যান্ডকেও সাদা বলের খেলার জন্য আতিথ্য দেওয়ার কথা। সেটা হওয়ার কথা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। সেক্ষেত্রে এমনও হতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে একটি ত্রিদেশীয় সিরিজই খেলতে পারে!  

বেশ কিছু দিন আগে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের তিন ম্যাচের টেস্ট সফরটি বাতিল করেছিল। করোনা আতঙ্কেই এমনটি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পর এই মাসের শুরু থেকেই অজি বোর্ড আবার বাংলাদেশের সঙ্গেই আলোচনা করেছিল সংক্ষিপ্ত ওই সফর নিয়ে।

উল্লেখ্য, গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনা পরিস্থিতিতে সেটা অবশ্য স্থগিত করা হয়েছিল গত এপ্রিলেই। এখন চলমান পরিস্থিতে সেটি হওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না।