বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে রিয়াল
Published : Wednesday, 10 February, 2021 at 1:45 PM
চোট আর নিষেধাজ্ঞার খড়গে রিয়াল মাদ্রিদের ৯
খেলোয়াড় অনুপস্থিত। জিদানের দল এর পরেও দমে যায়নি। বরং গেতাফেকে ২-০ গোলে
হারিয়ে লা লিগায় শিরোপার আশা এখনও বাঁচিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা।জিদানের
নিয়মিত দল থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই এর
প্রভাব পড়েছে ফরমেশনে। ছিলেন না এদেন হ্যাজার্ড, সের্হিয়ো রামোস, ফেডেরিকো
ভালভারদে, টনি ক্রুস ও আলভারো ওদরিজোলা। এতে করে অপ্রচলিত ৩-৪-৩ ছকে সাজান
দল। তাতে শুরুর একাদশে এবারই জায়গা মেলে ২০ বছর বয়সী মিডফিল্ডার মার্ভিন
পার্কের। বেঞ্চ থেকে অভিষেক হয় ডিফেন্ডার ভিক্টর চাস্টেরও।এমন
ছক কাজে দিলেও গোল পেতে তাদের সময় লেগেছে ঘণ্টা খানেক। আধিপত্য বিস্তার
করে প্রথমার্ধে কিছু সুযোগ তৈরির পর ৬০ মিনিটে আর কোনও ভুল করেননি বেনজিমা।
হেড করে প্রথম গোলটি করে এগিয়ে নেন দলকে।৬
মিনিট বাদে ব্যবধান বাড়িয়ে নেন ফ্রেঞ্চ ল্যাফট ব্যাক ফেরলান্ড মেন্ডি। বাম
প্রান্ত থেকে মার্সেলোর অসাধারণ এক ক্রসে পা বাড়িয়ে জালে জড়িয়েছেন বল।এই
জয়ের ফলে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে তাদের
সংগ্রহ ৪৬ পয়েন্ট। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট
ব্যবধান ৫। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সেলোনা।