কুমিল্লার তিতাস উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হালিম মিন্টুকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও অভিভাবক সদস্য এবং এলাকারার গন্যমান্য ব্যক্তিবর্গ। আজ বুধবার উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে সহকারী শিক্ষক মোঃ ইউনুছ মিারর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হালিম মিন্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্র ধর, শিক্ষক প্রতিনিধি মোসাঃ জোবায়দা আক্তার,অভিভাবক প্রতিনিধি রনজিৎ দেবনাথ, ,সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন ভূইয়া,মজিদপুর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রমিজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এ বি এম সামসুল হক মাষ্টার, মোঃ আমিন মেম্বার ,সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম, আব্দুল লতিফ মাল, মোঃ ইয়াছিন ভূইয়া। উল্লেখ্য (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা,২০০৯এর৩৯(১) ধারা অনুসারে, ৭/২/২০২১ইং তারিখে ২.৩৭.১৩.০০০.২১২.২২.৩৭.২১.৬৫৪ স্বারকে ৬ মাসের জন্য কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা,বিদ্যালয় পরিদর্শক। এছাড়াও পদাধিকার বলে প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক কে সদস্য সচিব ও মোসাঃ জোবায়দা আক্তারকে শিক্ষক প্রতিনিধি এবং রনজিৎ দেবনা কে অভিভাবক সদস্য করে ৪ সদ্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক।