ব্যর্থতা ঝেড়ে সাফল্যর প্রত্যাশা মুমিনুলের
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপে চট্টগ্রামে এগিয়ে থেকেও পঞ্চমদিনে হারটাকে শিা মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার মতে, এই হার তাদের আরও ভালোভাবে চাপ সামলানোর শিা দিয়েছে। চাপের মুখে কিভাবে ভালো করতে হয় সেই শিা দিয়েছে।
বুধবার মিরপুরে সিরিজের শেষ টেস্টের আগে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এমন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। অবশ্যই হারটা তাই আমাদের জন্য শিা নেওয়ার সুযোগ। চাপের মুখে আমাদের ভালো খেলতে শেখার সুযোগ।'
চট্টগ্রাম টেস্টে চতুর্থদিন পর্যন্ত টেস্ট নিজেদের পে ছিল বাংলাদেশের। মুমিনুলের মতে, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারাতে পারেনি বরং সুযোগ হাতছাড়া করে ম্যাচটা হেরে গেছেন তারা। মিরপুরে তাই ঘুরে দাঁড়ানোর আশা করছেন দেশের পে সর্বোচ্চ সেঞ্চুরি করা মুমিনুল।
তিনি বলেন, 'আমরা অতীতকে অতীত হিসেবেই দেখছি। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। ইতিবাচক ভাবতে হবে। দলের সবাই সামনে তাকিয়ে আছেন। আশা করছি, দ্বিতীয় টেস্টে আমরা কাঙ্খিত ফল পাবো।'
তবে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া কাজটা মুমিনুলের জন্য কঠিন। চট্টগ্রাম টেস্টে ফেরার ম্যাচে ফিফটি করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে পড়া সাকিবের ব্যাটিং-বোলিং মিস করেছে বাংলাদেশ। তবে ছিটকে যাওয়া সাকিবকে নিয়ে ভাবতে চান না টেস্ট অধিনায়ক মুমিনুল।
তার মতে, সাকিবকে ছাড়াও ম্যাচ জিতেছে বাংলাদেশ। আবার সাকিব থাকতেও হেরেছে। তবে সাকিব দলে থাকলে সুবিধা হতো বলে জানান মুমিনুল। তাকে হারানো দলের জন্য বড় তি। কিন্তু অধিনায়ক দলে যারা আছেন তাদের নিয়েই ভাবছেন।