বাড়তি স্পিনার খেলানোর ভাবনায় উইন্ডিজ
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM
বাংলাদেশ যেখানে ভাবছে পেসার বাড়ানোর কথা, সেখানে বাড়তি স্পিনার খেলানোর পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট মোটামুটি নিশ্চিত, ঢাকায়ও চট্টগ্রামের মতোই হবে উইকেট। তাই তৃতীয় স্পিনার হিসেবে ভিরাসামি পেরমলকে খেলানো যায় কি না, গভীরভাবে ভাবছেন ক্যারিবিয়ান অধিনায়ক।
চট্টগ্রাম টেস্টে সফরকারীদের একাদশে মূল স্পিনার ছিলেন দুই জন, রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান। মূল পেসার ছিলেন দুই জন, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ। সঙ্গে ছিলেন কয়েক জন অলরাউন্ডার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ব্র্যাথওয়েট জানান, উইকেট দেখার পর বাড়তি স্পিনার খেলানোর কথা ভাবছেন তারা।
“প্রথম টেস্টের মতো একই রকম শুষ্ক হবে উইকেট। এখানে কিছু কিছু চিড়ও রয়েছে। তাই আমার মনে হয়েছে, প্রায় একই রকম হবে। সম্ভবত প্রথম টেস্টের চেয়ে এখানে উইকেট আরেকটু মন্থর হতে পারে।”
“পিচ দেখে আরেকজন স্পিনার খেলানোর ভাবনা এসেছে। পেরমল মানসম্পন্ন একজন স্পিনার, যার এখানে খেলার অভিজ্ঞতা আছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব।”
চট্টগ্রাম টেস্টে টস হেরে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের কঠিন পরীায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে, কাইল মেয়ার্সের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ছুঁয়ে ফেলে প্রায় চারশ রানের ল্য। ঢাকায়ও পরে ব্যাটিং করলে একই রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে সে সব দূরে রেখে আপাতত ভালো শুরু পাওয়ার দিকে নজর ক্যারিবিয়ান অধিনায়কের।
“এই উইকেট কেমন আচরণ করবে সেটা আমি অনুমান করতে পারছি না। তবে দেখে শুষ্ক মনে হচ্ছে। ব্যাটিং, বোলিং যাই করি না কেন, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”