ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাদক মামলায় একজনের ১৫ বছরের কারাদ-
Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM
নোয়াখালীতে মাদক মামলায় একজনের ১৫ বছরের কারাদ- এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মো. নেয়ামত উল্লাহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন মাদকবিরোধী অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারের শাহী বাস কাউন্টারের সামনে থেকে নেয়ামত উল্লাহকে আটক করে পুলিশ। ওই সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মোরশেদ আলম সুজন মামলাটি পরিচালনা করেন।