Published : Thursday, 11 February, 2021 at 12:00 AM, Update: 11.02.2021 1:50:30 AM
স্টাফ রিপোর্টার।।
নানা আয়োজনে কুমিল্লায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ফাউন্ডেশনের সদস্যরা।
জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন কুমিল্লা সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনজুর মুরশেদ শোয়েব, হাবিবুর রহমান ভূঁইয়া, মো. ফরাদ , মনির হোসেন রনি, জুয়েল মিয়াজী, আরাফাত হোসেন, আসিফ হোসেন মজুমদার, শিহাব আহমাদ, মিরাজুর রহমান সরকার, মাহমুদুল হাসান শাওন, রিফাত, আরিয়ান , তানভীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, উৎসর্গ ফাউন্ডেশন সারাদেশব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। কুমিল্লায়ও উৎসর্গ ফাউন্ডেশনের মাধ্যমে সদস্যরা মানব কল্যাণে কাজ করছে। করোনাকালে আমরা যেমন সাধারণ মানুষের পাশে ছিলাম। আগামী দিনেও আমরা মানুষের কল্যাণে কাজ করে যাবো।
ক্যাপশন: গতকাল কেক কেটে কুমিল্লায় উৎসর্গ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।