ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পি কের আইনজীবীর স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পি কে হালদারের আইনজীবীর স্ত্রী তাপসী রানী শিকদারকে জামিন দেননি হাইকোর্ট। তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে বিচারিক (নি¤œ) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. খুরশেদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। তারা আজ আদালতে ছিলেন। এছাড়া আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আশফাকুর রহমান ভুলু।
পি কে হালদারের আইনজীবী সুকুমার মৃধার স্ত্রী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার সিএডডি (অপারেশন) হিসেবে কর্মরত।
৮ ফেব্রুয়ারি পি কে হালদারের আয়কর আইনজীবী সুকুমার মৃধা, তার স্ত্রী তাপসী রানী শিকদার, কন্যা অনিন্দিতা মৃধাসহ পাঁচজনকে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা করা হয়। ২০ কোটি, ৭০ লাখ ৮ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্জিত অর্থ স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে এই মামলা হয়। দুদকের উপপরিচালক সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তথ্য মতে প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, সুকুমার মৃধা অবৈধভাবে অর্জিত অর্থে ভারতের পশ্চিমবঙ্গের ১৪ পরগণার অশোক নগরে স্ত্রী তাপসী রানী শিকদারের একক ও যৌথ নামে প্রায় ৪০ শতক জমি কেনেন। ওই জমিতে দুই তলা ভবন নির্মাণ করেন।
বাংলাদেশের বিভিন্ন অবৈধ উৎস হতে অর্জিত অর্থ ভারতের পশ্চিমবঙ্গে পাচারের ক্ষেত্রে সুকুমার মৃধার ভাগিনা স্বপন কুমার মিস্ত্রি প্রত্যক্ষ সহযোগিতা করেছেন মর্মে জানা গেছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এএম আমিন উদ্দিন জানান, দুদকের অনুসন্ধানে জানা যায়, তাপসী রানী শিকদার সোনালী ব্যাংক লিমিটেডে কর্মরত থাকাবস্থায় সরকারের পূর্বানুমোদন ছাড়াই ভারতের নাগরিকত্ব অর্জন করেন। তাছাড়া সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিত মৃধারও রয়েছে দ্বৈত নাগরিকত্ব।