অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তার কারাদ-
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
কুষ্টিয়ায় চাকরিকালীন সময় জরিমানার সরকারি অর্থ কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের ঘটনায় মোস্তফা হাওলাদার নামে পুলিশের এক উপরিদর্শককে (এসআই) তিন বছরের কারাদ- দিয়েছেন আদালত। এ মামলায় পরিদর্শক কায়েম উদ্দিন খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি মোস্তফা হওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ২০১০ সালের ১২ ডিসেম্বর ১৯৭৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এস আই মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন মামলা চলার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক সোমবার রায় ঘোষণা করেন। এতে ৩ বছরের কারাদ-ের পাশাপাশি ৭০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
দুদকের আইনজীবী আল মুজাহিদ হোসেন বলেন, আসামি মোস্তফা হাওলাদারকে তিন বছর কারাদ- দেন আদালত। পরিদর্শক কায়েম উদ্দিন খানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর মোস্তফাকে কারাগারে পাঠানো হয়।