ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় ব্যক্তি মালিকানা ভূমিতে সরকারী রাস্তা স্থাপনে আপত্তি
Published : Tuesday, 16 February, 2021 at 12:00 AM
প্রতিবেদন প্রকাশ হয়নি একবছরেও---
কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলায় ব্যাক্তিমালিকানাধীন সম্পত্তির উপর বেআইনীভাবে সরকারী রাস্তা নির্মান করা হয়েছে বলে জেলাপ্রশাসক বরাবর অভিযোগ করেছেন দিনমজুর মনির হোসেন। গত বছরের  ২২ জানুয়ারি তিনি এই অভিযোগের মাধ্যমে ওই রাস্তা স্থাপনে আপত্তি ও জায়গা পুনুরুদ্ধারের আবেদন করেন। এ প্রেক্ষিতে একবছর আগে ২০২০ সালে ৩ ফেব্রুয়ারি জেলাপ্রশাসকের কার্যালয় থেকে আরডিসি মাহফুজা মতিন সাক্ষরিত একটি নির্দেশপত্র চান্দিনা উপজেলা ভূমি অফিসে সহকারী ভূমি কমিশনার বরাবর পাঠানো হয়। এতে মোঃ মনির হোসেনের আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযোগে মোঃ মনির হোসেন উল্লেখ করেন, তিনি ক্রয়কৃত এবং পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভাগ বাটোয়ারায় প্রাপ্ত চান্দিনা থানাধীন নাওতলা গ্রামের ২ শতক ভূমির মালিক দখলদার ছিলেন। তিনি বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে তার সহোদর ভাই, ভাবী ও ভাতিজারা তার জায়গা কৌশলে ভাগ বাটোয়ারা করে বসত বাড়ির উত্তর দিকে ধার্য্য করেছে। এদিকে গ্রামের চেয়ারম্যান গ্রামের জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে তার খরিদ করা জায়গার উপর দিয়ে সরকারী রাস্তা স্থাপন করে। খরিদকৃত দলিলমূলে এবং পৈত্রিক ওযারিশ সূত্রে প্রাপ্ত জায়গার দাগ নং- ৬৯৮, হাল দাগ- ১১৫০। এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের তাছে অভিযোগ করেও কোন সুফল হয়নি।  
এছাড়া তিনি আরো উল্লেখ করেন, তাকে গরীব অসহায় পেয়ে তার উপর জোর জুলুম করে আমার জায়গার উপর সরকারী রাস্তা নির্মান করে ও উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে তাকে ঠকানো হয়েছে এবং অবিচার করা হয়েছে।
এব্যাপারে মনির হোসেন ও তার পরিবার ভূমি মালিকানাসত্ব পুনরুদ্ধার বা সরকারীভাবে ক্ষতিপূরণের মাধ্যমে সুবিচার দাবি করেন।  
বর্তমানে পেশায় রিকশা চালক মনির হোসেন জানান, এক বছর অফিসে অফিসে ঘুরেও প্রতিবেদনটি প্রকাশ পায়নি, এটাই কষ্ট। যা সত্যি তাই প্রকাশ হোক। আমি দুস্থ মানুষ- আমাকে ক্ষতিপূরণটুকু অন্তত দেয়া হোক। আমি জেলাপ্রশাসকের কাছে এই আবেদন করছি।