ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র
Published : Tuesday, 16 February, 2021 at 12:51 PM
ইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রইসরায়েলের বিমান অবতরণে নিষেধাজ্ঞার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিমান যদি ইসরায়েলে জরুরি ফ্লাইট পরিচালনা করার অনুমতি না পায় তাহলে ইসরায়েলি কোনো বিমানকে যুক্তরাষ্ট্রে অবতরণ করতে দেওয়া হবে না- এমনটাই পরিকল্পনা করছে মার্কিন সরকার। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম এন১২-এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশপথে স্বাধীনতা লঙ্ঘন করার অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। এছাড়া করোনা মহামারিতে সীমান্ত বন্ধ করে সংকট তৈরি করাতেও ইসরায়েলের ওপর ক্ষুব্ধ বাইডেন প্রশাসন।
আর এ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের উড়োজাহাজ অবতরণে নিষেধাজ্ঞা দিতে চায় বাইডেন প্রশাসন। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানে না।