ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কনসার্টে ফিরছেন জেমস
Published : Tuesday, 16 February, 2021 at 1:03 PM
কনসার্টে ফিরছেন জেমসকরোনাভাইরাস মহামারীর ফলে বছর খানেকের বিরতি পর অবশেষে কনসার্টে ফিরছেন রক তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।
‘ক্লাসরুম’-এর আয়োজনে ১২ মার্চ মিরপুরের পিএসসি কনভেনশন হলে আয়োজিত কনসার্টে নগর বাউল অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

রবিন বলেন, এটি ছাড়াও মার্চে আরও তিনটির মতো কর্পোরেট শোতে অংশ নেবে নগর বাউল।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে শেষবারের মতো গান পরিবেশন করেছিলেন জেমস। এরপর করোনাভাইরাসের কবলে পড়ে বিশ্বের সকল কিছুর মতো জেমস এর নগর বাউলকে ঘরবন্দি থাকায় আর কোনও কনসার্টে দেখা যায়নি।

এরই মধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তিনি; সবাইকে টিকা নিতে উৎসাহিত করেছেন এ রক তারকা।

২০১৭ সালে ‘সত্ত্বা’ চলচ্চিত্রে ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস।