ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে দিনব্যাপী নাট্যকর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি
Published : Tuesday, 16 February, 2021 at 6:23 PM
 প্রতিবিম্ব থিয়েটারের আয়োজনে দিনব্যাপী নাট্যকর্মশালা অনুষ্ঠিতমঙ্গলবার প্রতিবিম্ব থিয়েটারের ৩০ জন নাট্যকর্মীর অংশগ্রহণে নাট্যকর্মশালা উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ। প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কর্মশালার প্রশিক্ষক নাট্যকার, নির্দেশক বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন এর কেন্দ্রিয় পরিষদ সদস্য ঢাকা বিভাগ এইচ.আর অনিক এবং সম্মিলিত নাট্যজোট কুমিল্লার সভাপতি মাহফুজুর রহমান বাবুল।
প্রতিবিম্ব থিয়েটারের নাট্যকর্মী উম্মে হাবিবা নিহা’র অনুষ্ঠান সঞ্চালনায়  শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লাকসাম নাট্যজংশনের দল প্রধান জি.এম এস রুবেল।
বক্তারা করোনা পরিস্থিতিতে থিয়েটারগুলো বন্ধ থাকায় কুমিল্লার নাট্যাঙ্গনে সৃষ্টি হওয়া শুন্যতা পুরণে কর্মশালাটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় অভিনয়ের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি শারীরিক নানান কসরতের প্রশিক্ষণ দেয়া হয়। দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ শেষে অনুভূমি প্রকাশে প্রশিক্ষণার্থীরা এমন আয়োজন করায় প্রতিবিম্ব থিয়েটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি প্রশিক্ষক এইচ.আর অনিকের প্রশিক্ষণ কৌশলের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান।
কর্মশালা শেষে কর্মশালায় প্রতিবিম্ব থিয়েটারের কুমিল্লা নাট্যদল ও লাকসাম নাট্যজংশন নাট্যকর্মীরা অংশ গ্রহণ করায় এবং কর্মশালাটি সফলভাবে পরিচালনা করায় প্রশিক্ষক এইচ. আর অনিককে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সভাপতি শাহজাহান চৌধুরী দিনব্যাপী কর্মশালার সমাপনী ঘোষণা করেন।