ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিনদিনেও মাদ্রাসা ছাত্র শিশু নাজিমের সন্ধান মেলেনি
মাসুদ আলম
Published : Tuesday, 16 February, 2021 at 6:46 PM
তিনদিনেও মাদ্রাসা ছাত্র শিশু নাজিমের সন্ধান মেলেনিকুমিল্লার লাকসামে নিখোঁজের তিনদিন পরও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্র শিশু নাজিম উদ্দিনের। তার বয়স ১০ বছর। সে লাকসাম পৌর এলাকার রাজঘাট ফজলুল উলুম মাদ্রাসার ছাত্র। নাজিম কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের নুরুল হক ভূঁইয়ার মেয়ে নুর জাহান বেগমের ছেলে।
গত (১৩ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম পশ্চিমগাঁও রাজঘাটে অবস্থিত ফজলুল উলুম মাদ্রাসার সামনে থেকে শিশু নাজিম হারিয়ে যায়। তাকে খুঁজে পাওয়ার জন্য সকল আত্মীয়স্বজন ও লাকসামের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করা হয়েছে। এরপর (১৪ ফেব্রুয়ারি) শিশু নাজিমের সন্ধান চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন মা নুর জাহান বেগম।
তিনি জানান, শিশু নাজিম উদ্দিন আমার বড় ছেলে। তার গায়ের রঙ ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো কফি কালারের পাঞ্জাবি। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।  
লাকসাম থানার পরিদর্শক তদন্ত তোফাজ্জল হোসেন জানান, শিশু নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। একজন অফিসার তদন্ত করছেন। এখনও কোন খোঁজখবর পাওয়া যায়নি