ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্টুডিও ব্যবসায়ীকে হত্যায় একজনের ফাঁসির দণ্ড
কুমিল্লার দেবিদ্বার
মাসুদ আলম।।
Published : Tuesday, 16 February, 2021 at 6:41 PM
স্টুডিও ব্যবসায়ীকে হত্যায় একজনের ফাঁসির দণ্ডকুমিল্লায় ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নারায়ন চন্দ্র পাল নামের এক স্টুডিও ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ফিরোজ সরকার নামের এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারকত নাছরিন জাহান এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ উপজেলার দেবিদ্বার উপজেলার বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের ছেলে এবং নিহত নারায়ন চন্দ্র পাল একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট নূরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজারে স্টুডিও ব্যবসার বিরোধের জের ধরে বাজারের সুমা ডিজিটাল ষ্টুডিও এর মালিক নারায়ন চন্দ্র পালকে রাতে ষ্টুডিও এর ভেতরে হাত পা বেধেঁ ছুরিকাঘাতে খুন করেন স্থানীয় বাউরা গ্রামের ফিরোজ সরকার। পরদিন খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে দেবিদ্বার থানার এস.আই রোকেয়া খান ২০১৪ সালের ১০ নভেম্বর আদালতে ফিরোজ সরকারের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
রাষ্ট্র পক্ষে আইনজীবি অতিরিক্ত পিপি এডভোকেট নূরুল ইসলাম জানান, মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানী শেষে হত্যার অভিযোগ প্রমানীত হওয়ায় মামলার একমাত্র আসামি ফিরোজ সরকারকে ফাঁসির রায় দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও এডভোকেট মো. ইলিয়াছ মিন্টু।