ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হরিসভা মন্দিরে ব্যতিক্রমী সরস্বতী পুজা
রামায়নের স্বয়ংবর সভার আদৌলে
মানিক দাস ॥
Published : Tuesday, 16 February, 2021 at 7:22 PM
হরিসভা মন্দিরে ব্যতিক্রমী সরস্বতী পুজা চাঁদপুর শহরের পুরাণবাজার মদনমোহন জিওর মন্দির (হরিসভা মন্দির কমপ্লেক্স) মা সংঘের আয়োজনে দীর্ঘ বছর ধরে সরস্বতি পূজা উদযাপিত হয়ে আসছে। গত কয়েক বছর ধরে মা সংঘ ব্যতিক্রম্রী আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পুজা উদ্যাপিত করছে। এ বছর রামায়নের পৌরানিক কাহিনী জনক রাজার স্বয়ংবর সভা আদৌলে পুজার আয়োজন করা হয়েছে। এ স্বয়ংবর সভার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জনকরাজার কুড়িয়ে পাওয়া কন্যা সীতাকে যে স্ত্রী হিসেবে গ্রহণ করব সে অতি ওজনের ধনুক উত্তোলন করতে হবে। সেজন্য রাবন থেকে শুরু করে রাম লক্ষনরাও এ স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছিলেন। অতঃপর জনকরাজার রাজ্যে সীতার প্রতিজ্ঞা পালনে রাম-ই শেষ পর্যন্ত জয়ী হয়। সীতাকে স্ত্রী হিসেবে রাম গ্রহণ করেন। এই কাহিনী নিয়ে হরিসভা মন্দির কমপ্লেক্সের মা সংঘের আয়োজনে এ বছর সরস্বতী পুজার আয়োজন। পুজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিব সাহা ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী জানান, আমরাই একমাত্র চাঁদপুর জেলার মধ্যে বিভিন্ন কাহিনী অবলম্বন করে প্রতি বছর সরস্বতী পুজার আয়োজন করে থাকি। ২০২০ সালে আমরা ভারতের বিখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতার বিদ্যাশ্রম গানের সাথে বিদ্যাশ্রম নির্মাণ করে পুজার আয়োজন করেছিলাম। আর এ বছর রামায়নের পৌরানিক কাহিনী জনকরাজার স্বয়ংবর সভার সে দৃশ্যপট নিয়ে পুজার প্যান্ডেল করেছি। যা দর্শকরা আমাদের পুজা দেখতে এসে রামায়নের পৌরানিক কাহিনীর উপভোগ করতে পারবে।