চৌদ্দগ্রামে বিভিন্ন অভিযোগে ৭ অপরাধী আটক
Published : Tuesday, 16 February, 2021 at 7:28 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকসহ এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে ফরিদ মিয়া, বেতিয়ারার আবুল বাশারের ছেলে মোবারক হোসেন, নোয়াগ্রামের মৃত তিতু মিয়ার ছেলে আবু সুফিয়ান, চিওড়া ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মাসুদ মিয়া, উজিরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খায়রুল হোসেন, বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মহিন উদ্দিন, মুন্সিরহাট ইউনিয়নের ফকিরহাট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আবদুর রহিম। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা।
জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে, চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমার সার্বিক তত্ত্বাবধানে এসআই শামীম ও এএসআই এয়াছিনের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ১৬ কেজি গাঁজাসহ মাসুদ মিয়া ও আবু সুফিয়ান, ২০ পিছ ইয়াবাসহ খায়রুল হাসান, আবদুর রহিম ও মহিন উদ্দিন, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত মোবারক হোসেনকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।