কুমিল্লা নগরীর দক্ষিণের ৯টি ওয়ার্ডের ৬২৮ জন প্রতিবন্ধির মধ্যে ভাতা বিতরণ
মো. মিজানুর রহমান
Published : Tuesday, 16 February, 2021 at 7:36 PM
কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের ৯টি ওয়ার্ডের ৬২৮ জন প্রতিবন্ধির মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২০ইং এর তিন মাসের ভাতা বাবদ প্রতিজনে ২ হাজার ২৫০ টাকা করে মোট ১৪ লক্ষ ১৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত তিন দিনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড সদর দক্ষিণ উপজেলা শাখায় উক্ত প্রতিবন্ধি ভাতা বিতরণ করা হয়।
ভাতা বিতরণকালে সোনালী ব্যাংক লিমিটেড সদর দক্ষিণ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. আলা উদ্দিন, এওজি-২ ক্যাশ মো. তোফাজ্জল হোসেনসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।