ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণ উপজেলায় করোনার টিকা নিয়েছেন ২ হাজার ৪২৭ জন
মো. মিজানুর রহমান
Published : Tuesday, 16 February, 2021 at 7:38 PM
 সদর দক্ষিণ উপজেলায় করোনার টিকা নিয়েছেন ২ হাজার ৪২৭ জন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত জনপ্রতিনিধিসহ ২ হাজার ৪২৭ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নানা পেশার মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ৩ হাজার ১৪০ জন করোনার টিকার প্রথম ডোজ নেয়ার জন্য নিবন্ধন করেছেন বলে দৈনিক কুমিল্লার কাগজকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আশরাফুর রহমান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেয়ার জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা পেশার মানুষকে ভিড় করতে দেখা যায়। দিনে দিনে সাধারণ মানুষকে টিকা গ্রহণের প্রতি আগ্রহ বাড়তে দেখা গেছে। বিভিন্ন মহলের নানা অপপ্রচার উপেক্ষা করে টিকার প্রথম ডোজ গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। একদল দক্ষ টিকাদানকারীরা প্রতিনিয়ত টিকা প্রদানের কাজ সুচারুভাবে করে যাচ্ছেন। যার ফলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক নার্সসহ সেবাদানকারীদের প্রতি স্থানীয় জনগণের আস্থার সৃষ্টি হচ্ছে। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কোন গণমাধ্যম কর্মী টিকার প্রথম ডোজ গ্রহণ করেননি বলে জানা গেছে।