ইপিজেড এলাকায় বস্তিতে আগুন, বৃদ্ধর মৃত্যু
Published : Tuesday, 16 February, 2021 at 8:31 PM, Update: 16.02.2021 8:32:18 PM
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মোহাম্মদ নওশেদ (৮৩) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ইপিজেড সংলগ্ন রেলওয়ে বস্তিতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ভোর চারটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। আগুনে ছয় জন মালিকের ছয়টি কাঁচা ঘর পুড়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা যান। ওই বৃদ্ধ প্যারালাইজড রোগী ছিলেন।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ধারণা বৈদুত্যিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।’