শীতকালীন পিঠা উৎসব করেছে নেত্রকোনার সরকারি শিশু পরিবার (বালক)। দুই দিনব্যাপী তারা এই শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে। জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ী এলাকায় অবস্থিত সমাজসেবার শিশু পরিবারে (এতিমখানা) সোমবার থেকে শীতকালীন এই পিঠা উৎসব শুরু হয়েছে। ভিন্ন রকম এই পিঠা উৎসবে সব পিটা বানিয়েছে শিশুরা। উৎসবে ৯ পদের ৯ শতাধিক পিঠা তৈরি করেছে এতিমখানার শিশুরা।
বিভিন্ন রঙের বিভিন্ন রকমের এবং বিভিন্ন স্বাদের হারিয়ে যাওয়া এসব পিঠা ১০০ জন আবাসিক শিশু বানিয়েছে। শিশুদের মধ্যে মানসিক বিকাশ ও সৌহাদ্যবোধ তৈরি করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজক পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেন।
শিশুরা নিজেও এমন কাজ করে আনন্দিত হয়েছে। পিঠা উৎসব উপলক্ষে তারা এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে। সেইসাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নিজেরাই প্রয়াত হুমায়ূন আহমেদ ও বারী সিদ্দিকীর নানা জনপ্রিয় গান-নৃত্য পরিবেশন করে।