কুমিল্লায় আর্জেন্টিনার পতাকা দেখে আপ্লুত রাউল বেসেরা
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM
তানভীর দিপু ।।
আর্জেন্টিনা থেকে হাজার মাইল দূরে থাকলেও দেশের প্রতি আবেগ-ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করলেন না বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা। গতকাল কুমিল্লার ম্যাচে হ্যাট্রিক পূরণের পর কিংস সমর্থকদের অভিবাদন জানাতে এসে রাউল বেসেরা গ্যালারি-বেস্টনিতে ঝুলোনো আর্জেন্টিনার পতাকা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুমু খেয়ে জড়িয়ে ধরেন নিজ দেশের পতাকাকে। ছবি তুলে উচ্ছাসও প্রকাশ করেন রাউল। খেলা শেষে ৯ নম্বর কিংস জার্সির রাউল বেসেরা বুকে হাত দিয়ে শ্রদ্ধাবনত ভাবেই প্রতিবেদককে জানান, ‘ইউর কান্ট্রি, মাই ফ্যাগ-আই লাভ ইট!’
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার কোন এক আর্জেন্টিনার ফুটবল ফ্যান পতাকাটি নিয়ে ধর্মসাগর প্রান্তের গ্যালারির সামনে তারের জালে ঝুলিয়ে দেন। সেটিই দৃষ্টি কাড়ে বেসেরার। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে রাউলের ৩ গোলসহ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান তৃতীয়। গতকাল আরামবাগের বিপক্ষে আর্জেন্টাইন রাউল বেসেরার সাথে আরো এক হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো। রবিনিয়ো এবারের আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। ৯ ম্যাচে ৯ গোল করেছে এই স্ট্রাইকার। এখনো শীর্ষে অবস্থান করা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৯ ম্যাচে ২৫। আর হারতেই থাকা আরামবাগ ক্রীড়া সংঘ এখনো ৮ ম্যাচে পয়েন্টের খাতাই খুলতে পারেনি।