রাফায়েল-বেলফোর্টে আবাহনীর ষষ্ঠ জয়
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM
প্রথমার্ধে সুযোগ নষ্ট করা আবাহনী দ্বিতীয়ার্ধে পেল কাঙ্তি গোল। সাইফ স্পোর্টিংকে হারিয়ে প্রিমিয়ার লিগে তুলে নিল স্বস্তির জয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে আবাহনী। রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট।
নয় ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তৃতীয় হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে; অবশ্য এক ম্যাচ কম খেলেছে পল জোসেফ পুটের দল।
প্রথমার্ধে দুই দলই ছিল সমানে সমান। ২১তম মিনিটে বক্সের একটু ওপর থেকে আরিফুর রহমানের শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথের শট ফেরান গোলরক শহিদুল আলম সোহেল।
আবাহনীর প্রথম ভালো সুযোগটি নষ্ট হয় ৩১তম মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহোর ভলি ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩৮তম মিনিটে জুয়েল রানার পাস ধরে ল্যভ্রষ্ট শটে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নদের হতাশা বাড়ান বেলফোর্ট। ৫৩তম মিনিটে অপোয় ফুরায় আবাহনীর। বাঁ দিক থেকে রায়হান হাসানের ‘ট্রেডমার্ক’ লম্বা থ্রো ইনে সিলভা হেডে জাল খুঁজে নেন।
৬৫তম মিনিটে গোছালো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জুয়েলের ক্রস বেলফোর্ট প্রথম প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে জোরালো সাইড ভলিতে ল্যভেদ করেন। বাকিটা সময় ব্যবধান ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।