ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা পৌরসভার মেয়রকে সংবর্ধনা
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM
চান্দিনা পৌরসভার মেয়রকে সংবর্ধনারণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় নব নির্বাচিত পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়াকে সংবর্ধনা প্রদান করেছে চান্দিনা ইলিকট্রিক এন্ড ইলেকট্রনিক্স দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় চান্দিনা থানা সংলগ্ন একটি রেস্টুরেন্টে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল, বণিক সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর আকতার আহমেদ নাদিম।
চান্দিনা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স দোকান মালিক সমিতি সভাপতি মোহাম্মদ শাহ্ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সার্বিক তত্বাবধানে সভায় অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও এফবিসিসিআই প্রোটকল অফিসার জাকির হোসেন লিটন সহ  বাজারের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী মাজহারুল ইসলাম।