বৈশাখী সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM

বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা টাউনহল মিলনায়াতনে ‘পহেলা ফাল্গুনের সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার গোল্ড লিমিটেডের (দুবাই) ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম (সি. আই.পি)। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী রোটা. এড. সাইফুল ইসলাম ভূইয়া, মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী সামছুল আলম, যমুনা ব্যাংক কান্দিরপাড় শাখার ম্যানেজার মোঃ নুর-ই আলম সিদ্দিকী, সুমন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম আশরাফুল আলম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মো: আবুল কাশেম ও বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল মুসুসহ অন্যান্য অতিথিবৃন্দ।