ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে যুবতির লাশ উদ্ধার ২ বছরেও শনাক্ত হয়নি পরিচয়
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত পরিচয় এক যুবতির (২০) মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় হত্যাকান্ডের কু খুঁজে পাচ্ছে না তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার হাসানপুর কলেজের পেছনের ধান খেত থেকে ওই অজ্ঞাত যুবতির মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় ২০১৮ সালের ১৪ ডিসেম্বর দাউকান্দি থানায় একটি মামলাও দায়ের করে পুলিশ। পরে মরদেহটির ময়নাতদন্তে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার রিপোর্ট আসে বলে জানায় পুলিশ।
পরে ২০১৯ সালের ২৩ অক্টোবর মামলার দায়িত্ব পায় কুমিল্লা পিবিআই। কিন্তু দীর্ঘদিন তদন্তের পরও মরদেহটির পরিচয় শনাক্ত না হওয়ায় হত্যাকান্ডের কু খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপ পরিদর্শক (এস আই) মোঃ শামীম মিয়া।
মামলার সূত্রে  জানা গেছে, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বিকাল আনুমানিক সাড়ে ৪টায় দাউদকান্দি মডেল থানার হাসানপুর ডিগ্রী কলেজের পেছনে জনৈক আবদুর রাজ্জাকের ধানের জমি সংলগ্ন ডোবায় একটি অজ্ঞাতনামা মহিলা (অনুমান ২০) অর্ধগলিত লাশ ডোবার মধ্যে ভাসমান অবস্থায় পচা গন্ধ ছড়ায় স্থানীয় লোকজন থানায় খবর দেয়। লাশের সারা শরীরে চামড়া ও মাংস অর্ধগলিত অবস্থায় পরিলক্ষিত হয়। সুরতহাল শেষে লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এস আই মোঃ শামীম মিয়া জানান, দাউদকান্দি থানা থেকে দেশের বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হলেও এ প্রসঙ্গে কোনো উত্তর আসেনি। পিবিআইয়ের তদন্তের পর থেকেও মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। ফলে হত্যা-রহস্যেরও কুল কিনারা হচ্ছে না।