Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM, Update: 17.02.2021 2:07:42 AM
কুমিল্লা
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফসি। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। ৮ ম্যাচ খেলে
মোহামেডান স্পোর্টিং ক্লাব পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে। এর
মধ্যে ৩ জয়, ৩ ড্র আর ২ হারে অবস্থান নিয়ে ওঠা-নামায় আছে কোচ শন লেনের
মোহামেডান। শেষ পাঁচ ম্যাচে একটিতে হেরেছে মোহামেডান। ঘরের মাঠ কুমিল্লায়ও
তারা দেখাতে পারেনি আশানুরূপ ফলাফল। এদিকে ৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে
রহমতগঞ্জের অবস্থান ৯ নম্বরে। শেষ পাঁচ ম্যাচে ২টিতে হেরেছে রহমতগঞ্জ।
এদিকে
নিজেদের মাঠ হিসেবে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাড়তি
সুবিধা হিসেবে মোহামেডান পাবে দর্শকদের সমর্থন। এছাড়া গত কয়েক ম্যাচে এই
দলের খেলোয়াড়রাও আছে ফর্মে। লীগে ৬ গোল নিয়ে মোহামেডানের সুলেমান দিবাতে
আছে ৪ নম্বরে।
গতকাল কুমিল্লার ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-১
গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লার স্বাগতিক দল বসুন্ধরা কিংস।
ম্যাচে বসুন্ধরার হয়ে জোড়া হ্যাট্রিক করেছে ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো আর
আর্জেন্টাইন রাউল বেসেরা। আরামবাগের হয়ে একমাত্র স্বান্তনা গোলটি করেছেন
দলটির ফরোয়ার্ড উচ্ছাস।