ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু কুমিল্লা ট্রমা সেন্টার ভাংচুর
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM, Update: 17.02.2021 2:07:47 AM
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু কুমিল্লা ট্রমা সেন্টার ভাংচুরমাসুদ আলম ।।
কুমিল্লার ট্রমা সেন্টারে ভুল চিকিৎসায় মোবারক হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টায় এই ঘটনা ঘটে। মৃত্যুর সংবাদে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুব্ধরা হাসপাতালে ভাংচুর করে বলে জানা গেছে।
মারা যাওয়া রোগী মোবারক হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ার গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে মোবারক হোসেন (৫৫) নামে এক ব্যক্তি পায়ে ফোঁড়া নিয়ে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউতে অবস্থিত ট্রমা সেন্টারে ভর্তি হয়। এর পর বিকেল ৪টার সময়ে পায়ের পোড়া অপারেশনের জন্য হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের ডা. সাফায়েত শাহিন তাকে কক্ষে নিয়ে যায়। এরপর ডা. আবদুল হক ওই রোগিকে অজ্ঞান করে। অপরাশেন শেষ হওয়ার পর রাত ৮টা পর্যন্ত দীর্ঘ এই সময়ের মধ্যে জ্ঞান না ফেরায় রোগির বড় ভাই চিকিৎসকদেরকে জানায়। পরবর্তীতে চিকিৎসক এসে দেখে রোগি মারা গেছে। মারা যাওয়ার সংবাদে হাসপাতালের প্রতিটি কক্ষে তালা মেরে ডাক্তার, নার্সসহ কর্মরত সকল স্টাফ পালিয়েছে। এরপর রোগির স্বজনরা হাসপাতালে এসে অবস্থান নেয়।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক সেন্টারে রোগি মৃত্যুর একটি অভিযোগ পেয়েছি। হাসপাতালের কর্তৃপক্ষের সাথে রোগির স্বজনদের সমাঝোতায় ভুল চিকিৎসায় মারা যাওয়া ব্যক্তিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।