তিতাসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM
কবির
হোসেন,তিতাস ঃ কুমিল্লার তিতাসে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর
ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দড়িকান্দি মোল্লা বাড়ি ও একই
উপজেলার শাহাবৃদ্ধি গ্রামে এঘটনা ঘটে। হাসপাতাল ও নিহতের পরিবার সুত্রে
জানা যায় স ঃ প্রা ঃ বি ঃ সহকারী শিক্ষক দড়িকান্দি গ্রামের বাহার মোল্লার
ছেলে ইশতিয়াক বাহার ফাগুন (৩) আজ মঙ্গলবার দুপুরে একই গ্রামে তার নানার
বাড়ি থেকে সকলের চোখ ফাকি দিয়ে বাড়ির দক্ষিনের ডোবার পানিতে ডুবে মৃত্যু
বরণ করে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরদিকে একই উপজেলার
শাহাবৃদ্ধি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বিল্লাল(৫) আজ দুপুরে খাবার খেয়ে
সহপাঠিদের সাখে ড্রেজারে বালু ভরাটের স্থানে খেলতে গিয়ে পানির ¯্রেেত ডুবে
যায়। এসময় সহপাঠিরা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে বিল্লালের বাবা-মা এসে তাকে
উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাকার
বিল্লালকে মৃত ঘোষনা করেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে
শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনার কারন হিসেবে এলাকাবাসী মনে করেন অবৈধভাবে
ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা এবং পানি নিস্কাষনের
ব্যবস্থা না করার ফলে শিশুটি খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।