ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
মঙ্গলবার রাতে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাচঁওরা গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ মোঃ মনির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের সার্বিক তত্ত্বাবধানে গত মঙ্গলবার রাতে বুড়িচং থানার এস আই বিনোদ দস্তগীর, এ এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর পাচঁওরা গ্রামে অভিযান চালায়। পুলিশের টিম পাচঁওরা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৪২)এর বসত ঘরে অভিযান চালিয়ে বারান্দা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং মনির হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে
আটককৃত মাদক ব্যবসায়ী মনির হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় আটক মাদক ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘ দিন ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এঘটনায় মঙ্গলবার রাতে বুড়িচং থানা পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। বুধবার বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে মাদক ব্যবসায়ী মনির হোসেন জেল হাজতে প্রেরন করেন।