Published : Wednesday, 17 February, 2021 at 12:00 AM, Update: 17.02.2021 2:07:58 AM
তানভীর দিপু:
ব্রাজিল-আর্জেন্টাইন
ফুটবল যাদুতে জোড়া হ্যাট্রিকে আরামবাগকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস।
আরামবাগের হতাশার বোঝা ভারী করতে একটুও কার্পণ্য করেনি কিংস ফরোয়ার্ড
ব্রাজিলিয়ান রবিনিয়ো এবং আর্জেন্টাইন রাউল বেসেরা। গতকাল কুমিল্লার শহীদ
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৬-১ গোলে জিতেছে কিংসরা। নয় ম্যাচে আট জয় ও
এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্কার ব্রুজনের দল। টানা আট ম্যাচ
হারা আরামবাগ ক্রীড়া সংঘ এখনও খুলতে পারেনি পয়েন্টের খাতা। লিগ টেবিলেও আছে
তলানিতে। নিজেদের গত ম্যাচে শেখ জামালের সাথে ড্র করার পর বসুন্ধরা জয়েরা
ধারা থেকে ছিটকে গেলেও আজ এক ম্যাচে ৬ গোলের প্লাবনে তারা আবার ফিরলো জয়ের
ধারায়। এর আগে টানা ৭ ম্যাচ জিতে নেয় তারা।
গতকাল কুমিল্লার ম্যাচে সময়
অপচয় না করেই খেলা শুরুর ৩ মিনিটে নিজেদের প্রথম আক্রমণ থেকেই এগিয়ে যায়
বসুন্ধরা কিংস । ডান দিকে তৌহিদুল আলম সবুজের ক্রস খুঁজে নেয় আর্জেন্টাইন
রাউল বেসেরাকে; আর সেখানেই বেসেরার হেড চোখের পলকে আরামবাগের গোলপোস্টের
জাল খুঁজে নেয়।
তবে কিংসদের কিছুটা বোকা বানিয়েই আরামবাগ সমতায় ফিরে ১৬
মিনিটে। মাঝমাঠ থেকে বল নিয়ে কিছুটা এগিয়ে আরাফাত পাস বাড়ান বাঁ দিকে থাকা
উচ্ছ্বাসের দিকে। ডি-বক্সে ঢুকে উচ্ছ্বাসের নিখুঁত শট কিংস গোলরক আনিসুর
রহমান জিকোকে ব্যর্থ করে।
এরপর দুই দলেরই আক্রমণ পাল্টা আক্রমণে
গ্যালারিতে কড়তালির বেজে উঠে। সফল হয় কিংস ব্যাটালিয়ন। ৩২ মিনিটে কিংস
মিডফিল্ডার ফের্নান্দেসের ক্রসে বল পেয়ে যান রবিনিয়ো। নিজের স্টাইলে
কোনকুনি শটেই স্কোর করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৪২ মিনিটেও একই দৃশ্য
উপহার দেন রবসন রবিনিয়ো। একই শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই
ব্রাজিলিযান। মাঝমাঠ থেকে পা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পরাস্ত করেন
আরামবাগের গোলরক আপেল মাহমুদকে।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল! হতাশার নিচে
চাপা পড়ে আরামবাগ আর নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের বিশাল জয়। ৬৫ মিনিটে খালিদ
শাফির মিস্ করা বল পেছনে থাকা রাউল বেসেরা সুযোগ হাতছাড়া করেনি। ব্যবধান
বাড়ে আরো। ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেসেরা। বক্সে বল পেয়ে ঠা-া
মাথায় ল্যভেদ করেন আর্জেন্টাইন বংশোদ্ভুত এই চিলিয়ান ফরোয়ার্ড। তিন মিনিট
পর হ্যাটট্রিক পূরণ হয় রবিনিয়োর। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে
ছিটকে দিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।