ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে রঙিন হচ্ছে কুমিল্লা শহীদ মিনার
Published : Friday, 19 February, 2021 at 12:00 AM, Update: 19.02.2021 2:05:33 AM
সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে রঙিন হচ্ছে কুমিল্লা শহীদ মিনারবাংলা ভাষার জন্য আত্মত্যাগ করা সূর্যসন্তানদের শ্রদ্ধা নিবেদনে রঙিন হচ্ছে কুমিল্লা কেন্দ্রিয় শহীদ মিনার। টাউন হল মাঠের উত্তর-পূর্ব কোনের শহীদ মিনারটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জাতীয় দিবসগুলো ব্যাতীত কোন খোঁজ খবর না থাকলেও একুশে ফেব্রুয়ারির আগে রঙ ফিরে পায় স্থাপনাটি। চারদিন ব্যাপি পরিচর্যায় শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য প্রস্তুত করা হয় লাল-সাদা কংক্রিটের শহীদ মিনারটিকে। রঙিন আলপনা এঁকে সাজোনো হয় কুমিল্লার হাজার মানুষের শ্রদ্ধা জানানোর এই স্থানটিকে। এবারো কুমিল্লা জেলা প্রশাসন, পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদ এবং কুমিল্লা আর্ট স্কুলের যৌথ সমন্বয়ে সাজোনো হচ্ছে শহীদ মিনার। কুমিল্লা আর্ট কলেজের শিক্ষক ও পথিকৃত কুমিল্লা চারুশিল্পী পরিষদ এর সভাপতি চন্দন দেব রায় জানান, অধ্যক্ষ সুলতান শাহরিয়ার, শিল্পী রিপন রহমান, শিল্পী শক্তিকাম সিনহার স্বতস্ফূর্ত অংশগ্রহনে ১৫ জন নবীণ-প্রবীণ শিল্পী কুমিল্লা শহীদ মিনারটিকে একুশে ফেব্রুয়ারির আগেই আমরা প্রস্তুত করি। কুমিল্লার হাজার হাজার মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে যে আবেগ নিয়ে এখানে আসে আর সেই জায়গাটি আমরা আল্পনা এঁকে-পরিচ্ছন্ন করে যেন ভাষা শহীদদের চারুশিল্পীদের শ্রদ্ধা জানাই।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই টাউন হলে কেন্দ্রিয় শহীদ মিনারের জড়ো হয় কুমিল্লার সাধারন মানুষ। মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় এই শহীদ মিনারে।