Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM, Update: 18.02.2021 1:59:33 AM
নিজস্ব
প্রতিবেদক: করোনা মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ; স্থবির প্রাতিষ্ঠানিক
শিক্ষা কার্যক্রম। তারপরও বিদ্যাদেবী সরস্বতী’র আরাধনায় কার্পণ্য করেনি
কুমিল্লার হিন্দুধর্মাবলম্বীরা। করোনার মধ্যে সীমিত আয়োজনের মধ্যদিয়ে
কুমিল্লায় উদযাপন করা হলো সরস্বতী পূজা। স্কুল কলেজে না হলেও পাড়ায় পাড়ায়
বাসাবাড়িতে হলো পূজার আয়োজন। পূজার আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিকালে
কুমিল্লায় বের করা হয় জাকজমকপূর্ন ট্রাক র্যালি। বিভিন্ন পাড়া-মহল্লা ও
শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্রাকে করে সরস্বতী প্রতিমা নিয়ে নগরীর
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে বিদ্যার্থীরা।
করোনার কারণে শিক্ষা
প্রতিষ্ঠান বন্ধ হলেও পাড়ায় মহল্লায় মন্দিরে সীমিতভাবেই হয়েছে সরস্বতী
দেবীর আরাধনা। কুমিল্লা শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও হয়েছে আয়োজন। তবে
অন্যান্যবারের তুলনায় মন্ডপে ভক্তদের সংখ্যা ছিলো সীমিত আর মানতে হয়েছে
স্বাস্থ্যবিধি। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে বিদ্যার্থীদের এই আয়োজনে
প্রধান প্রার্থনাই ছিলো- করোনার আঁধার দূর করে আবারো যেন প্রতিটি স্কুলে
কলেজের দরজা খুলে। সনাতন ধর্মীয়দের বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার
অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর
ধরাধামে আবির্ভূত হন।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি
শিবপ্রসাদ রায় জানান, প্রতিবছর স্কুল কলেজে পূজা উদযাপিত হয়। এবার করোনার
কারনে বাসায় বাসায় এই আয়োজন হয়েছে। অল্প কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানে
সরস্বতী পূজার আয়োজন হয়। এছাড়া নগরীর মন্দিরগুলোতেও হয়েছে সরস্বতী পূজার
আয়োজন।
পূজা শেষে ট্রাক মিছিলে অংশ নেয়া কুমিল্লার ঐতিহ্য, যদিও করোনার
এবার ছিলো বিধি নিষেধ। গতকাল বিকালে কুমিল্লা টাউন হল থেকে অন্তত ২০টি
ট্রাকে করে সরস্বতী দেবীর প্রতিমা নিয়ে নগর ভ্রমন করে হিন্দু বিদ্যার্থীরা।
নেচে গেয়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপি চলে এই পরিভ্রমন। এসময় অপ্রীতিকর ঘটনা
এড়াতে নগরীতে মোতায়েন ছিলো অতিরিক্তি সদস্য।