Published : Thursday, 18 February, 2021 at 12:00 AM, Update: 18.02.2021 1:59:38 AM
নিজস্ব প্রতিবেদক।।
আগামী
১১ এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই পৌরসভায় ইভিএম পদ্ধতিই ভোট গ্রহণ হবে।
সেই সঙ্গে মার্চের প্রথম সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন
কমিশন। বুধবার ইসির বৈঠকে এই নির্বাচনের ঘোষণা দেন।
ইসি সূত্রে জানা
যায়, এই দিন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভাসহ দেশের বিভিন্ন জেলার আরও ৮টি
পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই ১১ এপ্রিল প্রথম ধাপে ৩২৩ ইউনিয়ন
পরিষদে (ইউপি) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
পৌরসভার সাথে ইউপি নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করা হবে মার্চে প্রথম
সপ্তাহের একই দিনে। তবে এই তালিকায় প্রথম ধাপে কুমিল্লার কোন ইউনিয়নে ইউপি
নির্বাচন অনুষ্ঠিত হবে না।
জানা যায়, দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় ৩২৩
ইউপিতে ভোট ১১ এপ্রিল হবে। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে কয়েক
ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৪১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট
নেওয়া হবে। ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস বিবেচনায় নিয়ে এসব ইউপি বাছাই করা
হবে। ওই দিন নয়টি পৌরসভায়ও ভোট হবে। এগুলোতে ভোট নেওয়া হবে ইভিএমে।
২০১৬
সালের ২২ মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজারের বেশি ইউপির নির্বাচন
হয়েছিল দলীয় প্রতীকে (চেয়ারম্যান পদে)। এবারও চেয়ারম্যান পদে দলীয়
প্রতীকেই ভোট হচ্ছে। একাধিক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।