যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ১৬টি মোটরসাইকেল জব্দ
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম বাঘাইছড়ি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাঘাইছড়ি থানায় মামলা রুজু করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্র আরও জানায়, উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের বটতলা এলাকায় মাদক কারবারি ও সশস্ত্র সন্ত্রাসীরা গোপন সভা করছিল বলে সংবাদ আসে। এই খবরে বাঘাইছড়ি থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। টের পেয়ে ১৬টি মোটর সাইকেল, ৮০পিচ ইয়াবা, নগদ ১৩৩৫ টাকা ও চারটি চাঁদা আদায়ের রশিদ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় বাঘাইছড়ি থানায় জব্দ করে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ মাহমুদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেন। মামলা নম্বর ৩।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক সাইদ আসাদ জানান, এই সব মোটরসাইকেলের সূত্র ধরে মাদক কারবারীদের ধরার চেষ্টা হচ্ছে।