ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কসবায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ৩ বাইক আরোহীর
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাইয়মপুর ইউনিয়নের পানিয়ারুপ এলাকায় এ ঘটনা ঘটে। এতে হাসান নামের আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
নিহত তিন জন হলেন- কসবার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের মো. বোরহানের ছেলে পায়েল (২১), কুটি ইউনিয়নের রামপুর গ্রামের মো. রবিউলের ছেলে ইকবাল (২৩), কাইয়ুমপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের কাদের মিয়ার ছেলে আমজাদ (২৫)। আহত হাসান শিমরাইল গ্রামের শহীদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পায়েল, ইকবাল, আমজাদ ও হাসান একটি মোটরসাইকেলে করে কসবার পানিয়ারুপ থেকে কুটি যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিন জনের মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া জানান, নিহত তিন জনের লাশ স্বজনরা নিয়ে গেছে। পরিবারের লোকজন চাইলে ময়নাতদন্ত করা হবে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।