Published : Monday, 22 February, 2021 at 12:48 PM, Update: 22.02.2021 2:47:49 PM
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- সেনোয়ারা বেগম (১৯) ও রিনা আক্তার (২২)। তাদের মধ্যে সেনোয়ারার বাড়ি কক্সবাজারের রামুতে, রিনার বাড়ি চকরিয়া উপজেলায়। দুজনেই ছিলেন বাসের যাত্রী।
হাইওয়ে পুলিশের দোহাজারি থানার এএসআই আদম আলী জানান, সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
“ট্রাকটি চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জন্য পাথর নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ওভারটেক করে যাওয়ার যাওয়ার সময় পেছনের অংশ বিপরীতমুখী ট্রাকের সাথে লেগে যায়।”
তাতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে জানান এএসআই আদম।