ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার চৌদ্দগ্রামে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Published : Sunday, 21 February, 2021 at 12:00 AM, Update: 21.02.2021 2:17:35 AM
কুমিল্লার চৌদ্দগ্রামে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহততানভীর দিপু ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে লরির চাপায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছে। শনিবার সকাল দশটায় মহাসড়কের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওভার স্পীড বা দ্রুত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে লরির নিচে চাপা পড়ে বাইকটি।
হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ  এ কে এম শরফউদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় ঢাকাগামী একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যায়। এসময় লরি নিয়ে চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ আরো জানায়, ইব্রাহিম ও কফিল নামে নিহত দুই বাইক আরোহীর মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয়েছে। তারা টেকনাফ থেকে রওনা হয়ে কুমিল্লায় আসছে, পরে তারা মরদেহ শনাক্ত করলেও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। তবে স্বজনদের সাথে কথা বলে তারা একে অপরের পরিচিত নয় বলে জানা গেছে। এছাড়া কফিল ও ইব্রাহিম কোথা হতে কোথায় যাচ্ছিলো তা এখনো পরিষ্কার নয়। স্বজনরা কুমিল্লায় পৌছালেই সব তথ্য পাওয়া যাবে। মরদেহ দু’টি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।  এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ি পুলিশ।