Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM, Update: 20.02.2021 2:58:29 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মেঘনায় নাজমা বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে
হত্যা করা হয়েছে। হামলায় আহত হয়েছে ওই নারীর স্বামী আবদুস সালাম, ভাসুর
সিরাজুল ইসলামসহ তিনজন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
জেলার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওরখোলা গ্রামের আবদুস সালামের
বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ওই নারীর স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে
জানা গেছে। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাত সোয়া ৮ টার দিকে মুঠো ফোনে হামলা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
মেঘনা থানার ওসি মো. আবদুল মজিদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান,
স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সাথে দীর্ঘদিন
ধরে একই গ্রামের আবদুস সালামের পরিবারের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। ওই
বিরোধের জের ধরে শুক্রবার রাত ৭টার দিকে ওই চেয়ারম্যানের লোকজন দেশীয়
অস্ত্র নিয়ে সালামের বাড়িতে হামলা চালায়। হামলায় স্বামী আবদুস সালাম,
স্ত্রী নাজমা বেগম, ভাই সিরাজুল ইসলাম এবং একই বাড়ির ফারুক নামে এক
ব্যক্তিসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সালামের স্ত্রী নাজমা বেগমকে
চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর স্বামী সালামের অবস্থাও
সংকটাপন্ন। মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূনরায় সংঘর্ষের
আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।