Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM, Update: 20.02.2021 2:58:24 AM

তানভীর দিপু:
কান্দিরপাড়
পূবালী চত্বর হতে ডিগ্রী কলেজ ৩০টাকা ভাড়ায় রিকশা ঠিক করে যাচ্ছেন দুই
শিক্ষার্থী। দরদাম করায় রিকশা চালককে কান্দিরপাড় মোড়ে লাগানো কুমিল্লা সিটি
কর্পোরেশন অনুমোদিত রিকশা ভাড়া হারের তালিকা দেখিয়ে দিলো আলম নামে ওই
শিক্ষার্থী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়–য়া আলম জানায়, রিকশায়
দুই জনে ভাগাভাগি করে একেবারে কলেজের সামনে যাওয়া যাবে। আর কেউ এই নিয়ে
কিছু বলতে পারবে না- কারণ সিটি কর্পোরেশন থেকে ভাড়া বেঁধে দেয়া।
প্রশাসনের
অভিযানে কুমিল্লা নগরীতে ব্যাটারি চালিত রিকশা উঠিয়ে দেয়ার পরই ১৫
ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয় এই ভাড়ার তালিকা। কান্দিরপাড় পূবালী
চত্বরকে কেন্দ্র ধরে নগরীর ৬০টি পয়েন্টের ভাড়ার তালিকা প্রকাশ করলো সিটি
কর্তৃপক্ষ। ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের পর প্যাডেল চালিত রিকশা, ইজিবাইক
বা সিএনজি অটোরিকশায় ভাড়া বৃদ্ধির আশংকা করেছিলো নগরবাসী। সামাজিক যোগাযোগ
মাধ্যমেও এই নিয়ে চলে আলোচনা-সমালোচনা। এরই প্রেক্ষিতে এই ভাড়ার তালিকা
প্রকাশিত হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের। তাদের প্রত্যাশা এই তালিকা
অব্যাহত রাখতে প্রশাসনেরও যেন থাকে নজরদারি।
দারোগাবাড়ি এলাকার
বাসিন্দা হারুনুর রশিদ জানান, ভাড়ার হার হয়েছে পরিমিত। তবে এর আরো প্রচার
বাড়াতে হবে। যাত্রী ও চালক সবাই যেন ভাড়ার হার জানতে পারে।
নতুন ভাড়ার
হার নিয়ে কোন অভিযোগ নেই রিকশা চালকদেরও। পূবালী চত্বরে একাধিক রিকশা
চালকের সাথে কথা বলে জানা গেছে, ভাড়ার পরিমান কম হয়নি। রিকশা চালক আফসার
আলী জানান, ইদানিং প্যাডেল রিকশার কদর বেড়েছে। ভাড়াও প্রশাসন ঠিক করে
দিয়েছে। এখন শহরে কেউ ভাড়া নিয়ে দুই কথা বলতে পারবে না।
কুমিল্লা
নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট
মোঃ আবু সাঈদ জানান, জেলাপ্রশাসন- ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের যৌথ
আলোচনায় ভাড়ার তালিকা প্রকাশ করা হলো। নগরীর মোড়ে মোড়ে এই তালিকা জুলানো
হবে। এছাড়া প্রতিটি রিকশার পেছনেই নির্ধারিত ভাড়ার তালিকা লাগিয়ে দেয়া হবে-
যেন কোন চালক বা যাত্রী রিকশা ভাড়া নিয়ে কোন সমস্যা না করতে পারে। এই
প্রক্রিয়ায় প্রশাসনের নজরদারি আছে। আমরা কুমিল্লা নগরবাসীর স্বস্তির জন্যই
কাজ করছি।
ভাড়ার হারের সাথে আরো উল্লেখ করা হয়েছে, ঘন্টা প্রতি (চলমান)
রিকশা ভাড়া-১০০ টাকা এবং অপেক্ষার জন্য ৪০ টাকা। ১২ ঘন্টার শিফটে নতুন
রিকশায় মালিক ভাড়ার হার- ১০০ টাকা এবং পুরোনো রিকশার জন্য ৭৫ টাকা।