ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ২৪ ঘন্টায় ওয়ারেন্টভুক্তসহ ৪০ আসামি গ্রেপ্তার
Published : Saturday, 20 February, 2021 at 12:00 AM, Update: 20.02.2021 2:58:48 AM
কুমিল্লায় ২৪ ঘন্টায় ওয়ারেন্টভুক্তসহ ৪০ আসামি গ্রেপ্তারমাসুদ আলম।। কুমিল্লা জেলায় ২৪ ঘন্টায় ওয়ারেন্টভুক্ত ১৩ জনসহ বিভিন্ন মামলায় ৪০জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় কুমিল্লার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৩ জনসহ বিভিন্ন মামলায় ৪০জন আসামিকে গ্রেফতার করা হয়। ওয়ারেন্টভুক্ত ১৩ আসামির মধ্যে গ্রেফতারি পরোয়ারা মামলায় ১১জন এবং তামিলকৃত সাজা পরোয়ানা ২জন। এছাড়া ৬৩ ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।   
কুমিল্লা জেলা পুলিশ সূত্র জানায়, আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে থাকে। পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে আদালত কর্তৃক যথাযথ নির্দেশনা থাকে। একই সাথে অপরাধ নিবারণমূলক ব্যবস্থার অংশ হিসেবে রাষ্ট্রকে অপরাধমুক্ত করার উদ্দেশ্যে এবং অন্যান্য অপরাধীদের জন্য দৃষ্টান্ত প্রতিষ্ঠার জন্যে আদালত মামলার প্রমাণিত অপরাধীদের বিভিন্ন সাজা প্রদান করে থাকেন। অনেক সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক থাকেন। পলাতক আসামিদের বিরুদ্ধেও আদালত কর্তৃক সাজা পরোয়ানা জারি হয়।