ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭
Published : Monday, 22 February, 2021 at 1:10 PM, Update: 22.02.2021 2:46:28 PM
 নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের ৭ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। এখনও চলছে উদ্ধার অভিযান।

নাইজেরিয়া বিমান বাহিনীর বিবৃতি অনুসারে, রবিবার বেলা ১২টা নাগাদ হয় এ দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায় বিচ-ক্র্যাফট কিং এয়ারের বিমানটি। যাত্রাপথেই ‘ই- থ্রি ফাইভ জিরো আই’ ফ্লাইটটি আছড়ে পড়ে। ব্ল্যাকবক্স উদ্ধারে চলছে জোরালো চেষ্টা। কারণ ফ্লাইট রেকর্ডার থেকেই মিলবে দুর্ঘটনার মূল কারণ। নিরাপত্তার স্বার্থে বিকাল ৪টা পর্যন্ত ওই রুটের সব ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে।
তদন্ত চলছে; শিগগিরই বিমান দুর্ঘটনার আসল কারণ উদঘাটিত হবে- এমনটা আশ্বাস দিয়েছে বিমান বাহিনী।