ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী পালন
তানভীর সাবিক
Published : Monday, 22 February, 2021 at 5:53 PM
কুবিতে রোভার স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী পালনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রোভার স্কাউটস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের লিডার এবং নেতৃবৃন্দরা।

এসময় রোভার স্কাউট লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়া উদ্দিন বলেন, পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকত তাহলে এ দিনটি আমরা আরও সাড়ম্বরে পালন করতাম। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সম্ভব হয়নি। বর্তমানে সব অনুষ্ঠানে আমরা স্বাস্থবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পুনরায় কাজের গতি ফিরিয়ে আনব।

এ সময় গার্লস ইন রোভার ইউনিট কুবি শাখার লিডার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, রবার্ট ব্যাডেনের জন্মবার্ষিকী আমাদের জন্য অনুপ্রেরণা। আমারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট প্রথম থেকে বিভিন্ন কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছি। সামনেও সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি রোভার স্কাউটসের কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে আমরা আরও সচেষ্ট থাকব।