কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে প্রার্থীর উপজেলা সদরের নির্বাচনী প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লিখিত এ ইশতেহার পাঠ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নির্বাচনের প্রধান সমন্বয়ক শেখ আবদুল আউয়াল।
ইশতেহারে কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বেকার সমস্যার সমাধান, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত উপজেলা গড়া, গোমতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ১১ দফা বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোছলেহ উদ্দিন মাস্টার, এ কে এম মনিরুজ্জামান, ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান রিপন, মো.আলমগীর কবির, সাদিয়া সাবাহ্ এবং জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বিএনপি’র সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। আগামি ২৮ ফেব্রুয়ারি এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।