ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিক দাস //
Published : Monday, 22 February, 2021 at 6:38 PM
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুচাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের মজুমদার বাড়িতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে  ২২ ফেব্রুয়ারী সোমবার সকালে।

জানাযায়, মজুমদার বাড়ির মনির হোসেন মজুদারের ২ বছর বয়সী শিশু কণ্যা নুহা প্রতিদিনের মতো সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন ঘরের কাজে ব্যস্ত থাকায় অনেকক্ষণ ধরে নুহার কোনো খোঁজ রাখেনি। প্রায় ২ ঘন্টা পর উঠানে নুহাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে শিশু নুহাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরে আলম মৃত ঘোষণা করেন।