মতলব উত্তর একলাসপুরে ট্রাক্টর উল্টে কিশোরের মৃত্যু
মানিক দাস //
Published : Monday, 22 February, 2021 at 6:45 PM
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একলাসপুর সরকার কান্দিতে ট্রাক্টর উল্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১ ফেব্রুয়ারী রবিবার বিকালে।
জানা যায়, সরকারকান্দি গ্রামের হাওলাদার বাড়ির মোস্তফা হাওলাদারের কিশোর বয়সী পুত্র হযরত আলী (১২) ঘটনার দিন বিকালে বাড়ি থেকে বের হয়ে সরকার কান্দি বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টাক্টর হঠাৎ করে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে হযরত আলী চাপা পরে। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে আনা হয় সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত আলী মৃত্যুর কোলে ঢলে পড়ে। সোমবার সকালে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আওলাদ হোনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে মতলব উত্তর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।