ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ
মো. হাবিবুর রহমান
Published : Monday, 22 February, 2021 at 7:13 PM
মুরাদনগরে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণসারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা সদরের ডি.আর উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের সম্মান জানানো হয়।
পরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ উপজেলার সকল সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে উপস্থিত হয়ে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের সম্মান জানিয়েছেন।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ কবির আহামেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল-রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নাজমুল আলম ও বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার।