কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়ছে।
দিবসটির সুচনায় ২১ ফেব্রুয়ারী রাত্র ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন সহ অন্যান্যরা। থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক সহ পুলিশের অন্যান্য সদস্যগণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জুয়েল আহম্মেদ এর নেতৃতে চিকিৎসক ও অন্যন্যরা।
এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারীর নেতৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যাক্রমে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাতীয় পার্টি, বঙ্গবন্ধু সরকারি কলেজ, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাব, ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাব, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ, ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ মডেল স্কুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ওশান হাই স্কুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পক্ষ থেকে উপজেলা পরিষদ শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এভোকেট আব্দুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, মনিরুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।