ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝিনাইদহে বগি লাইনচ্যুত, খুলনার পথে ট্রেন বন্ধ
Published : Monday, 22 February, 2021 at 7:52 PM
ঝিনাইদহের কোটচাঁদপুরে বগি লাইনচ্যুত হওয়ার পর খুলনার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার বিকালে সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয় বলে কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান।

তিনি বলেন, বিকাল ৫টা ১০ মিনিটে কোটচাঁদপুর স্টেশন এলাকায় সুন্দরবন এক্সপ্রেসের পিছনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে খুলনার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত হওয়া বগিগুলো রেখে ট্রেনটি খুলনার দিকে রওনা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসার পর মেরামত কাজ শুরু হবে।