ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ধর্মপুর ও গোপালনগর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
Published : Monday, 22 February, 2021 at 11:35 PM
ধর্মপুর ও গোপালনগর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনকুমিল্লার চৌদ্দগ্রামের ‘ধর্মপুর ও গোপালনগর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার’ কার্য নির্বাহী কমিটির সভাপতি মো: জাকির হোসেন মজুমদার ও সাধারণ সম্পদক মো: মাসুদ আলীর পরামর্শক্রমে সংগঠনের সকল সদস্য ও গ্রামের সহযোগী সংগঠনে সদস্যদের উদ্যোগে- ২১শে ফেব্রুয়ারি সারাদিনব্যাপী ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো: জাকির হোসেন মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমর ২১ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং শিক্ষা-সংস্কৃতি, গ্রামের সামাজিক উন্নয়ন ও অসুস্থ অসহায় গরীব পরিবারদেরকে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ভাষা দিবস সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এছাড়াও ধারাবাহিকভাবে গ্রামের অসহায় ১৫টি গরীব পরিবারকে মাসিক ভাতা (৫ শ’ টাকা করে) নগদে প্রদান করা হয়।